Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আইন

তথ্য অধিকার আইন, ২০০৯( ২০০৯ সনের ২০ নং আইন )তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন।যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ; এবংযেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক; এবংযেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে; এবংযেহেতু সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-সূচিধারাসমূহপ্রথম অধ্যায়প্রারম্ভিক১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন২৷ সংজ্ঞা৩৷ আইনের প্রাধান্যদ্বিতীয় অধ্যায়তথ্য অধিকার, তথ্য সংরক্ষণ, প্রকাশ ও প্রাপ্তি৪৷ তথ্য অধিকার৫৷ তথ্য সংরক্ষণ৬৷ তথ্য প্রকাশ৭৷ কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়৮৷ তথ্য প্রাপ্তির অনুরোধ৯৷ তথ্য প্রদান পদ্ধতিতৃতীয় অধ্যায়দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা১০৷ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাচতুর্থ অধ্যায়তথ্য কমিশন প্রতিষ্ঠা, ইত্যাদি১১৷ তথ্য কমিশন প্রতিষ্ঠা১২৷ তথ্য কমিশন গঠন১৩৷ তথ্য কমিশনের ক্ষমতা ও কার্যাবলী১৪৷ বাছাই কমিটি১৫৷ প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, ইত্যাদি১৬৷ প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের অপসারণ১৭৷ তথ্য কমিশনারগণের পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি১৮৷ তথ্য কমিশনের সভাপঞ্চম অধ্যায়তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি১৯৷ তথ্য কমিশন তহবিল২০৷ বাজেট২১৷ তথ্য কমিশনের আর্থিক স্বাধীনতা২২৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষাষষ্ঠ অধ্যায়তথ্য কমিশনের কর্মকর্তা ও কর্মচারী২৩৷ তথ্য কমিশনের সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসপ্তম অধ্যায়আপীল, অভিযোগ, ইত্যাদি২৪৷ আপীল, নিস্পত্তি ইত্যাদি২৫৷ অভিযোগ দায়ের, নিস্পত্তি ইত্যাদি২৬৷ প্রতিনিধিত্ব২৭৷ জরিমানা, ইত্যাদি২৮৷ Limitation Act, 1908এর প্রয়োগ২৯৷ মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতাঅষ্টম অধ্যায়বিবিধ৩০৷ তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন৩১৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ৩২। কতিপয় সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নহে৩৩৷ বিধি প্রণয়ন ক্ষমতা৩৪৷ প্রবিধান প্রণয়ন ক্ষমতা৩৫৷ অস্পষ্টতা দূরীকরণ৩৬৷ মূল পাঠ এবং ইংরেজি পাঠ৩৭। রহিতকরণ ও হেফাজত